১৯২৯ সালের ডিসেম্বর, হাঙ্গেরির ছোট শহর সলনোকের স্থানীয় আদালতে এক বিচারের কার্যক্রম শুরু হয়। মামলাটি কেন্দ্র করেছিল নাগিরেভ গ্রাম, যেখানে কয়েক ডজন নারীকে অভিযুক্ত করা হয়েছিল স্বামীদের ইচ্ছাকৃতভাবে আর্সেনিক দিয়ে হত্যা করার জন্য। নিউইয়র্ক টাইমস সেই সময়ে জানিয়েছিল, প্রায় ৫০ জন নারী এ অভিযোগের মুখোমুখি হয়েছেন। ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে বুদাপেস্ট থেকে ১৩০ কিমি দক্ষিণে অবস্থিত এই গ্রামে ৫০ জনেরও বেশি পুরুষকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। অভিযুক্ত নারীরা ‘এঞ্জেল মেকার’ নামে পরিচিত হন, যা এমন নারীদের বোঝায় যারা স্বামী বা অবাঞ্ছিত শিশুকে হত্যা করে। বিচারের সময় বারবার উঠে আসে ঝুঝানা ফাজেকাশের নাম। তিনি ছিলেন গ্রামের ধাত্রী ও প্রাকৃতিক চিকিৎসক। স্থানীয়দের দাবি, ফাজেকাশের কাছ থেকে নারীরা আর্সেনিক সংগ্রহ করতেন এবং তা ঘরে বসেই প্রস্তুত হতো। তিনি প্রায়শই বলতেন, যদি...