খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয় খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে জুম্ম ছাত্র-জনতাদের ডাকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল থেকে ১২টা পর্যন্ত খাগড়াছড়িতে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। তবে, শহরের ভিতরে কিছু ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করেছে। সড়ক অবরোধে বিপাকে পড়েছেন সাজেকসহ বিভিন্ন স্পটে ঘুরতে আসা পর্যটকরা। বৃহস্পতিবার সকাল থেকেই খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কের দক্ষিণ খবর পুড়িয়া, গুইমারা, রামগড় এলাকা, খাগড়াছড়ি-পানছড়ি সড়কসহ বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অববোধ করা হয়। অধিকাংশ বাস খাগড়াছড়ি শহরে ঢুকতে পারেনি। গুইমারা বুদং পাড়া এলাকায় আবরোধকারীরা দুই-একটি...