নন্দীপাড়া এলাকা বরাবরই ঢাকা শহরের ব্যস্ততম অংশগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করেন চাকরিজীবী, শিক্ষার্থী, বয়স্ক ও ছোটখাটো ব্যবসায়ীরা। কিন্তু সম্প্রতি এলাকাবাসী ও পথচারীদের জীবনযাত্রা যথেষ্ট কঠিন হয়ে উঠেছে। এর মূল কারণ রাস্তায় বড় বড় গর্ত, জলাবদ্ধতা এবং নিকৃষ্ট মানের রাস্তাঘাট। ছবি: বিপ্লব দীক্ষিৎ এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, রিক্সা, মোটরসাইকেল এবং ছোট গাড়ি গর্তের কারণে বারবার উল্টে যাচ্ছে। শুধু শারীরিক ঝুঁকি নয়, অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাও কম নয়। প্রতিদিনের এই দুর্ভোগ মানুষকে মানসিকভাবে ক্লান্ত করছে, আর জীবনের সাধারণ গতিপথকে কঠিন করে তুলেছে। জলাবদ্ধতার কারণে রাস্তার ধারের দোকানপাটও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির সময় এলাকার রাস্তাগুলো জলাশয়ে পরিণত হয়। ফলে স্কুল, অফিস ও বাজারে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। যাত্রী ও পথচারীরা প্রায়শই বাধ্য হয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা তাদের দৈনন্দিন সময়সূচিতে...