নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পলাশ ও কালীগঞ্জ উপজেলার মানুষ ছয় ঘণ্টা বিদ্যুৎহীন ছিলেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ১৩২/৩৩ কেভির একটি ট্রান্সফরমারে আগুন লাগে। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, হঠাৎ করে ট্রান্সফরমারে আগুন ধরে গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে যায়, ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প উপায়ে প্রায় ছয় ঘণ্টা পর ওই দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় :...