মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়। সরাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালিকচ্ছ বাজারে বেশ কিছুদিন যাবত সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মো. রতন মিয়ার গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল (৩০ বস্তা) উদ্ধার করা হয়।এ সময় গুদাম মালিক চালের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, সরকারি চাল গরিব ও দুঃস্থদের জন্য বরাদ্দ। এগুলো অবৈধভাবে মজুত করে বাজারে সংকট সৃষ্টি বা অধিক মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছে। এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।জব্দকৃত চালের বস্তাগুলো উপজেলা খাদ্য...