নওগাঁর পত্নীতলা সীমান্তে ভারতীয় মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নির্মইল ইউনিয়নের ঘোলাদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবু তাহেরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ঘোলাদিঘী এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ গ্রাম হেরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোনসহ তিনজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন—পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে ইয়াছিন আলী (৪৬) ও তাঁর ছেলে শহিদ হাসান (২২) এবং চক সনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সৌমিক হাসান (২৮)।...