বগুড়া জেলার মহাস্থানগড় সংলগ্ন দিঘলকান্দি মাঝিপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ট্রাকচালকের সহকারী (হেলপার) ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি অজ্ঞাত বাস ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা ও কুন্দারহাট হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক ও বাস...