বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসবি) নির্বাচন নিয়ে ভরপুর নাটক চলছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে নিয়মিতই মুখ খুলছেন তার প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল। এদিকে আজ তামিমের কাউন্সিলরশিপ নিয়ে বিসিবিতে শুনানি হচ্ছে। এর মাঝেই জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটাররা নির্বাচন নিয়ে মুখ খুলেছেন। এখন পর্যন্ত বিসিবি নির্বাচনের সর্বশেষ নাটক হলো তামিম ইকবালকে ঘিরে। তার কাউন্সিলরশিপের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন সাবেক ক্রিকেটার হালিম শাহ। আপত্তিপত্রে তার সাক্ষর আছে। এতে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। এ ছাড়া তামিম ওল্ড ডিওএইচএস ক্লাবের কেউ নন এবং তাকে ক্লাবের কাউন্সিলর করার কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল এই ঘটনা সামনে আসার পর থেকেই ক্রিকেটারদের মুখ খুলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাবেক টেস্ট অধিনায়ক...