২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। তাই এখনই ৯ মাস থেকে ১৫ বছরের নিচের শিশু, কিশোর ও কিশোরীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয় কর্মশালায়। ঝালকাঠিতে এক লাখ ৫৯ হাজার ৪০৪ জন শিশুকে এ টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিশু, কিশোর, কিশোরী ও নারীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার সভাপতিত্বে কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের...