স্থানীয় বেড়াইদেরচালা স্কুলের শিক্ষার্থী সানি, আল-আমীন, ফরিদ হোসেন, সায়মা ও রোজিনা আক্তার বলে, ‘জলাবদ্ধ অংশটুকু জামা হাঁটু পর্যন্ত উঠিয়ে পার হতে হয়। অনেকবার জামা ধরে পার হওয়ার সময় অনেক শিক্ষার্থীর হাত থেকে বই পড়ে ভিজে গেছে।’ স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘ময়লা দুর্গন্ধযুক্ত পানির কারণে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীরা। প্রতিদিন ময়লা পানি মাড়িয়েই তাদেরকে স্কুলে যেতে হচ্ছে।’ ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, ‘দোকানের সামনে ময়লা দুর্গন্ধযুক্ত পানি জমে থাকার কারণে কোনও কাস্টমার (ক্রেতা) দোকানে আসতে চায় না। ব্যবসা-বাণিজ্য নেই বললেই চলে।’ এলাকাবাসী বলছেন, পয়োনিষ্কাশনের নালা সরাসরি সড়কে ছেড়ে দেওয়ায় পথচারীদের চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে। অনেকের দোকানপাটের সামনে ময়লা দুর্গন্ধযুক্ত পানি জমে শেওলা পড়ে গেছে। শৌচাগারের পানি সড়কে ছেড়ে দেওয়ায় এ সড়ক দিয়ে নাক বন্ধ করে চলাচল করতে হচ্ছে...