নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। স্থানীয় সময় রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১১টায়) তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর সংলগ্ন পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা করেন। মামলার বিবরণ দিয়ে আখতার হোসেন বলেন, এ মামলায় দুইজনের নামসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তার অভিযোগ, ওই দিনের হামলার পরও বিমানবন্দরের লবি ও অন্যান্য জায়গায় তারা তাঁকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে। তাই তিনি এই মামলা করতে বাধ্য হন। গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় সোমবার নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় আখতার হোসেন দাবি করেন, শেখ হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না। উল্লেখ্য, প্রধান উপদেষ্টাসহ বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য...