রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের বিপরীতে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে কামিনী কান্ত রায় (৬১) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে হোটেলটি থেকে মরদেহ উদ্ধার করা হয়। কামিনী কান্ত রায় রংপুর সদরের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াছিন জানান, গতকাল দুপুরে খবর পেয়ে হোটেলের তিনতলার একটি রুম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসআই আরও জানায়, বুধবার কামিনী কান্ত...