ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে পরপর তিনটি যান্ত্রিক বিভ্রাটের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাগুলোর জন্য তিনি আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছেন।গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছেই চলন্ত সিঁড়িতে ওঠার পর সেটি হঠাৎ থেমে যায়। এরপর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে দেখা যায়, টেলিপ্রম্পটারটি কাজ করছে না এবং অডিটোরিয়ামে সাউন্ড সিস্টেমে শব্দও শোনা যাচ্ছিল না।ট্রাম্প এ ঘটনাকে আখ্যা দিয়েছেন ‘ট্রিপল স্যাবোটাজ’ বা তিন স্তরের নাশকতা হিসেবে। হোয়াইট হাউস জানিয়েছে, বিশেষ করে চলন্ত সিঁড়ি ইচ্ছাকৃতভাবে থামানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।টেলিপ্রম্পটার ও শব্দযন্ত্রের সমস্যাকেও গুরুত্বের সাথে বিবেচনা করছে ওয়াশিংটন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন।ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “জাতিসংঘে একসাথে তিনটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যা...