বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার সকালেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এই কথা বলেন। জাহিদ হোসেন বলেন, “আমি কয়েকদিন আগেই বলেছি—আপনারা দেখতে পারবেন। ইনশাআল্লাহ, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে বিএনপির নির্বাচনি প্রক্রিয়া নয়; বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।” তিনি আরও জানান, তারেক রহমান কেবল বিএনপির নেতা নন; যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিলেন সকলের নেতা তিনি। জিজ্ঞাসার এক প্রেক্ষিতে বিএনপির বিরুদ্ধে ‘দেশে নাশকতা সৃষ্টির’ অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক জাহিদ বলেন, “আমি সব সময় বলতাম স্বৈরাচারের দোসর কারা ছিল—১৯৮৬ সাল থেকে বিষয়গুলো দেখা যাচ্ছে। দেশের মানুষ সচেতন; তারা জানে কারা স্বৈরাচারের সঙ্গে জড়িত।...