রেলওয়ে পুলিশের আওতাধীন ছয়টি জেলার ২৪টি থানায় অনলাইন জিডি সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এই সেবা চালু হলো। এ সেবার মাধ্যমে দেশের প্রতিটি থানায় ধাপে ধাপে সকল ধরনের জিডি অনলাইনে করার সুযোগ উন্মুক্ত হলো। প্রধান উপদেষ্টার নির্দেশনা ও পুলিশ সদরদপ্তরের গাইডলাইন অনুযায়ী পুলিশি সেবা সহজ করতে বাংলাদেশ পুলিশ ঘরে বসেই জিডি করার উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে থানায় না গিয়েও নাগরিকরা অনলাইনে যেকোনো ধরনের জিডি করতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করুন। পরে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর একবারের মাধ্যমেই যেকোনো সময় সেবা গ্রহণ...