নিহত দিদারুল ইসলাম নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রামের হাড়িগাছা এলাকার বাসিন্দা এবং নাটোরের প্রাণ কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। সদর থানার ওসি মো. মাহাবুর রহমান জানান, প্রতিদিনের মতো সকালে দিদারুল বাইসাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ তৈরি করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। নাটোর সদরে অফিসে যাওয়ার পথে ট্রাকের চাপায় দিদারুল ইসলাম (৪৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।...