ঢাকা: ১৯২৯ সালের ডিসেম্বর, হাঙ্গেরির ছোট শহর সলনোকের একটি স্থানীয় আদালতে এক বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। মামলাটি নাগিরেভ গ্রামকে কেন্দ্র করে, যেখানে কয়েক ডজন নারীকে স্বামীদের ইচ্ছাকৃত বিষ প্রয়োগের অভিযোগে অভিযুক্ত করা হয়।নিউ ইয়র্ক টাইমস সে সময় প্রতিবেদনে জানিয়েছিল, পুরুষদের বিষ প্রয়োগের অভিযোগে প্রায় ৫০ জন নারী বিচারের মুখোমুখি হচ্ছেন। খবরটি জানায়, ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে বুদাপেস্ট থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাগিরেভ গ্রামে ৫০ জনেরও বেশি পুরুষকে আর্সেনিক দিয়ে হত্যা করা হয়েছিল।অভিযুক্ত নারীরা ‘এঞ্জেল মেকার’ নামে পরিচিত ছিলেন, যা এমন এক ধারণাকে নির্দেশ করে যেখানে নারীরা কাউকে, বিশেষ করে স্বামী বা অবাঞ্ছিত শিশুকে, হত্যা করে পরলোকগামী করেন। বিচারের সময় এক ধাত্রী ঝুঝানা ফাজেকাশের নাম বারবার উঠে এসেছে, যিনি ওই গ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন।নাগিরেভের জীবনযাত্রানাগিরেভ ছিল হাঙ্গেরির কুনসাগের...