২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সব মদের দোকান বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস দেন। মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অর্পন কান্তি ব্যানার্জি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পূজার সময় সব মদের দোকান বন্ধ রাখার দাবি জানিয়েছিলেন। তার দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পূজার সময় বৈধ ও অবৈধ মদের দোকান বন্ধ রাখতে পুলিশ কমিশনার দায়িত্বে আছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।” স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ছোটখাটো ঘটনার সুযোগ নিয়ে কেউ যেন অপপ্রচার ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি সাংবাদিকদের প্রতি সত্য সংবাদ প্রকাশের আহ্বান জানান...