ডেনমার্কে ড্রোন দিয়ে ‘হাইব্রিড আক্রমণ’ হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পলসেন। এর জন্য রাশিয়াকে সন্দেহ করা হরেও সরাসরি দেশটির নাম নেননি তিনি। পলসেন বলেছেন, একযোগে বিস্তীর্ণ এলাকায় এবং সামরিক ঘাঁটির কাছাকাছি যেভাবে ড্রোন ওড়ানো হয়েছে, তা স্পষ্ট করে দেয় এর পেছনে কোনো ‘পেশাদার শক্তি’ জড়িত। ডেনমার্কের আকাশে ‘রহস্যময়’ ড্রোন, ফের বন্ধ বিমানবন্দর রোমানিয়ায় ঢুকলো রাশিয়ার ড্রোন, ন্যাটো যুদ্ধবিমানের ধাওয়া এবার এস্তোনিয়ার আকাশে অনুপ্রবেশ করলো রুশ যুদ্ধবিমান এর আগে ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন জানিয়েছিলেন, কোপেনহেগেনের আকাশে সোমবার রাতে ড্রোন ওড়ার পেছনে রাশিয়ার হাত থাকতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ক্রেমলিন এসব অভিযোগকে ‘অমূলক’ বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রী পলসেন জানান, জননিরাপত্তার কারণে ড্রোন ভূপাতিত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। একইসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত রাশিয়ার সম্পৃক্ততার কোনো প্রমাণ...