জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানাতে পটুয়াখালীতে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় শহীদ মিনার চত্বর (ঝাউতলা) প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশক্রমে সারাদেশে (২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর) পর্যন্ত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে জনসভা ও র্যালির আয়োজন চলছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী সদর উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়। আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মো. আব্দুল রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক, বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ জাকের পার্টি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- মো. মিজানুর রহমান বাবুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সহ-সভাপতি জাকের পার্টি পটুয়াখালী জেলা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা...