হিন্দু সম্প্রদায় যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য অতীতের মতো এবারও তাদের পাশে থাকবে বিএনপি। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং টিম গঠন করেছে বিএনপি; যেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান সমন্বয়ক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ইতোমধ্যে দল থেকে এ ব্যাপারে জেলা ও মহানগর নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনমিত্রদের আসন ছাড় নিয়ে কী আলোচনা হলো? নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজায় যাতে কেউ বিশেষ করে পতিত স্বৈরাচারের অনুচররা কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সারা দেশে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি...