মা হলেন মার্কিন পপ তারকা রিহানা। গত ১৩ সেপ্টেম্বর ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। র্যাপার এএসএপি রকি ও রিহানার এটি তৃতীয়সন্তান। তৃতীয়বার মা হওয়ার এই সুখবর ইনস্টাগ্রামের এক পোস্টে শেয়ার করেছেন গায়িকা নিজেই। সেই পোস্টে দেখা যাচ্ছে, সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে গায়িকা। অন্য ছবিতে বাচ্চাদের একজোড়া জুতো। বাবা র্যাপার এএসএপি রকির সঙ্গে মিল রেখেই নবজাতকের নাম রেখেছেন এই তারকা দম্পতি। তাঁদের তৃতীয় সন্তানের নাম রকি আইরিশ মায়ার্স। প্রসঙ্গত, ২০২০ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিহানা ও...