সাবেক সৌদি গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘গণহত্যামূলক যুদ্ধ’ বন্ধে চাপ প্রয়োগ করতে সক্ষম একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৪ সেপ্টেম্বর) আল আরাবিয়া ইংলিশের ডব্লিউ নিউজ প্রোগ্রামে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, হামাসের ২০২৩ সালের অক্টোবরে চালানো হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযান ‘পরিষ্কারভাবে গণহত্যার উদাহরণ।’ প্রিন্স তুর্কি সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতির ঢেউকে স্বাগত জানিয়ে বলেন, এসব দেশ যেন স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়। তিনি আরও বলেন, সৌদি আরব ও ফ্রান্স কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিলেও এখন যুক্তরাষ্ট্রকেই এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে, কারণ ইসরাইলকে পথ পরিবর্তনে বাধ্য করার মতো শক্তি কেবল ওয়াশিংটনের হাতেই আছে।আরও পড়ুনআরও পড়ুনট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইসরাইলের যে অভিযোগ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া...