১৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ–১বি ভিসা–সংক্রান্ত নতুন নীতিমালায় সই করেন। ২১ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হয়েছে। এর আগে এই ভিসার আবেদন ফি ছিল দুই হাজার থেকে পাঁচ হাজার ডলারের মধ্যে, যা প্রতিষ্ঠানগুলোর আকারভেদে নির্ধারিত হতো।এইচ–১বি ভিসা প্রোগ্রামের আওতায় মার্কিন কোম্পানিগুলো বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী নিয়োগ করতে পারে। শুরুতে সর্বোচ্চ তিন বছরের জন্য এ ভিসা দেয়া হয়, যা পরবর্তীতে ছয় বছর পর্যন্ত নবায়নযোগ্য।বর্তমানে প্রতি বছর ৬৫ হাজার এইচ–১বি ভিসা দেয়া হয়। এর বাইরেও উচ্চতর ডিগ্রিধারীদের (বিশেষত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—এসটিইএম খাতে) জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা বরাদ্দ থাকে।ট্রাম্প প্রশাসনের নতুন ফি কাঠামো এই কর্মী নিয়োগ প্রক্রিয়াকে ব্যয়বহুল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে অনেক প্রতিষ্ঠান বিদেশি মেধাবীদের নিয়োগে আগ্রহ হারাতে পারে।শুরুতে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছিলেন, এইচ–১বি...