নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ভিন্ন মাত্রা অর্জন করেছে ভারত। দেশটি প্রথমবারের মতো রেল ভিত্তিক ভ্রাম্যমাণ লঞ্চারের (উৎক্ষেপণ যন্ত্র) মাধ্যমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা প্রায় দুহাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঘোষণা করেন, রেলভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-প্রাইম’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ দুহাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, এই প্রথমবার বিশেষভাবে নকশা করা রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো। লঞ্চারটি রেল নেটওয়ার্কে চলাচল করতে সক্ষম। ফলে কোনও ঘটনার প্রেক্ষাপটে দ্রুত অস্ত্র সরিয়ে নিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে অগ্নি-প্রাইম উৎক্ষেপণ ভারতের প্রতিরক্ষা...