ঢাকা: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় স্কুলে সরবরাহ করা খাবারে বিষক্রিয়ায় এক হাজারের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।পশ্চিম জাভা প্রদেশের গভর্নর দেদি মুলিয়াদি সংবাদ মাধ্যমকে জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন বেসরকারি সংস্থা, যারা ইতিমধ্যে এ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছে।দেশজুড়ে প্রায় ৮ কোটিরও বেশি স্কুল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাবার সরবরাহের উচ্চাভিলাষী কর্মসূচি চালু করেছিলেন ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট। তবে বাস্তবায়নে নানা সমস্যা দেখা দিচ্ছে।গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে প্রাবোও সুবিয়ান্তোর ইশতেহারের মূল প্রতিশ্রুতি ছিল এই ১০.২২ বিলিয়ন ডলারের খাবার কর্মসূচি। কিন্তু কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে এর মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।গভর্নর মুলিয়াদি বলেছেন, পশ্চিম বান্দুংয়ে সোমবারের বিনামূল্যে মধ্যাহ্নভোজ খাওয়ার পর ৪৭০ জনের...