২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম পাবনার চাটমোহর থানা পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলো উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী উত্তরপাড়া গ্রামের মৃত তয়জাল প্রামানিকের ছেলে কবির হোসেন (৪৬)। দিবাগত রাত ১১টার দিকে মাদক বিরোধি বিশেষ অভিযান চালিয়ে থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন এবং ইয়াবা ট্যাবরৈট জব্দ করেন। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্ররণ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, আটককৃত মাদক ব্যবসায়ী কবিকর হোসেনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। ছাগলনাইয়ায় নিকাহ রেজিস্ট্রার পদে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন তোমরা শিক্ষার সিঁড়ি বেয়ে উপরে...