কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের পর যুক্তরাজ্যও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ঠিক এমন সময় ইসরাইল দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে এবং গাজায় যুদ্ধ আরও জোরদার করছে। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও জাতিসংঘে ফিলিস্তিনের অবস্থান আমূল বদলে দিতে পারে। গাজার চলমান যুদ্ধ, ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় ও দীর্ঘদিনের অচল শান্তি প্রক্রিয়া পশ্চিমা বিশ্বকে অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য করেছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা আসে ১৯৮৮ সালের ১৫ নভেম্বর, প্রথম ইনতিফাদার সময় আলজিয়ার্সে ইয়াসির আরাফাতের মুখে। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই আলজেরিয়া প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এরপর দ্রুত আরব বিশ্ব, আফ্রিকা, এশিয়া ও পূর্ব ইউরোপের বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি জানায়। ২০১০ সালের শেষ ভাগ থেকে ২০১১ সালের শুরু পর্যন্ত দ্বিতীয় দফা স্বীকৃতির ঢেউ আসে, লাতিন আমেরিকার প্রভাবশালী দেশগুলো—আর্জেন্টিনা, ব্রাজিল,...