গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় বহিরাগতদের জমায়েত ৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে ভোট প্রদান করছেন। তবে ক্যাম্পাসের বাইরে উত্তেজনার ছাপ স্পষ্ট। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় বহিরাগতদের জমায়েত এবং বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।আরো পড়ুন:গকসু নির্বাচন: সকালেই ভোটারদের সরব উপস্থিতিচতুর্থ গকসু নির্বাচন, ভোটগ্রহণ শুরু নিয়ম অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ভোটার, প্রার্থী ও অনুমোদিত সাংবাদিক ব্যতিত কাউকে প্রবেশের অনুমতি নেই। তবু কিছু সাবেক শিক্ষার্থী এবং অচেনা মুখ ক্যাম্পাসে প্রবেশ করেছেন। বিষয়টি শৃঙ্খলা কমিটির দায়িত্বে থাকা শিক্ষক রাজিব রোমনের নজরে আনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে মোতায়েন আছেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। তবে প্রত্যক্ষদর্শীরা জানান,...