শিক্ষার্থীদের দাবির মুখে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে, বিশ্ববিদ্যালয়টির আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে।আরো পড়ুন:নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদানদিনে শিক্ষার্থী, সন্ধ্যায় দোকানী রুবেল নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মতিউর রহমান। এর আগে, নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়- ‘অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার উদ্ধৃত জরুরি পরিস্থিতিতে সকল ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট এবং অফিস প্রধানের উপস্থিতিতে আলোচনাক্রমে ও বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর অনুচ্ছেদ ১১(১২) মোতাবেক আপনার...