এবার কন্যা সন্তানের মা হলেন মার্কিন পপ গায়িকা রিহানা। মেয়ের নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সুখবরটি জানান ৩৭ বছর বয়সী গায়িকা। পোস্টে নবজাতককে কোলে নেওয়া তার একটি ছবি এবং শিশুদের জুতার আরেকটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেছেন রকির নাম, জন্মতারিখ (১৩ সেপ্টেম্বর) এবং দেওয়া হয় একটি ফিতার ইমোজি। এর মাধ্যমে তৃতীয় সন্তানের বাবা-মা হলেন র্যাপার এএসএপি রকি ও রিহানা। তাদের দুই ছেলে রয়েছে। প্রথম ছেলে আরজেডের জন্ম হয় ২০২২ সালে এবং দ্বিতীয় ছেলে রায়টের জন্ম হয় ২০২৩ সালে। এই দম্পতি ২০২৪ সালের মে মাসে মেট গালা অনুষ্ঠানে প্রথমবার জানান তারা নতুন অতিথির অপেক্ষায় আছেন। সে সময় রিহানা এসেছিলেন পিনস্ট্রাইপ পোশাক ও বড় টুপি পরে। রকি, যিনি অনুষ্ঠানের সহ-সভাপতি ছিলেন।...