জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচবিবি রেলওয়ে স্টেশন থেকে একশ গজ উত্তরের এ দুর্ঘটনা ঘটে বলে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন। নিহত ৪০ বছর বয়সী পলাশ চন্দ্র জয়পুরহাট পৌরসভার তুরিপাড়া এলাকার নির্মলি চন্দ্রের ছেলে। নিহতের পারিবার ও স্থানীয়দের বরাতে ওসি হাবিবুর বলেন, “পলাশ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি পাঁচবিবি রেলওয়ে এলাকায় রেল লাইনের ওপর ঘোরাফেরা করছিলেন। “এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।” এ ঘটনায় নিহতের পরিবারের লোকজনের...