ভারতের হিমাচল প্রদেশে মঞ্চে অভিনয় করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক অভিনেতা।বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে চাম্বার চৌগানে রামলীলা মঞ্চায়নের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ‘সিন্দাবাদ’ খ্যাত এই অভিনেতার নাম অমরেশ মহাজন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর।স্থানীয় সংবাদমাধ্যমলোকমাত টাইমসজানায়, এদিন মঞ্চে রাজা দশরথের চরিত্রে অভিনয় করছিলেন মহাজন। ডায়ালগ বলার মাঝেই হঠাৎ বাঁ-দিকে হেলে পড়েন এবং পাশে থাকা সহশিল্পীর কাঁধে ভর করেন। দর্শক ও কলাকুশলীরা প্রথমে ভেবেছিলেন, এটি নাটকেরই অংশ। তবে কয়েক সেকেন্ডের মধ্যে বোঝা যায়, পরিস্থিতি ভিন্ন কিছু।শ্রী রামলীলা ক্লাব চাম্বার সভাপতি স্বপন মহাজন বলেন, ‘উনি মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা সবাই শোকাহত।’অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে। সামাজিক...