সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিসহ দুইজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। রিমান্ড চাওয়া অপর আসামি আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যনির্বাহী সংসদের সভাপতি মোজাম্মল হক। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ রিমান্ড আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে রিমান্ডের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন। এর আগে, বুধবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনের একটি গাড়ির ‘শো রুম’ থেকে মুক্তিকে আটক করে পুলিশ। আর মোজাম্মেলকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান-১-এর স্বপ্ন সুপারশপের সামনে থেকে আটক করা হয়। তাদের গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রিমান্ড আবেদনে বলা হয়েছে, বিএম কবিরুল হক...