ফিলিস্তিনের গাজায় যুদ্ধ অবসানে আরব নেতাদের কাছে ২১-দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ওই প্রস্তাব পেশ করা হয় বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদন বলছে, এমন একটি চূড়ান্ত প্রস্তাবে নেতারা কীভাবে একমত হতে পারেন, তা নিয়ে মতবিনিময় হয়েছে। এর মাধ্যমে সংঘাতের অবসান ঘটতে পারে। ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিষয়টির সাথে পরিচিত আঞ্চলিক সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। একই সঙ্গে বুধবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, আগামী দিনে পরিস্থিতির কিছুটা অগ্রগতি হবে। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, আমাদের একটি খুব ফলপ্রসূ অধিবেশন হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আরব নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। মার্কিন বিশেষ দূত বলেন, আমরা মধ্যপ্রাচ্যে, গাজায় শান্তির জন্য ট্রাম্পের ২১-দফা পরিকল্পনা উপস্থাপন করেছি। আমি মনে করি এটি...