ইসরেয়েলের ওপর ফের হামলা হয়েছে ইয়েমেন থেকে। অন্যান্যবারের তুলনায় এবারের হামলাটির ভয়াবহতা ছিল অনেকটাই বেশি। এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির উদ্ধারকর্মীরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে এ হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে দ্য টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার লোহিত সাগরের উপকূলীয় এলাত এলাকায় একটি ড্রোন আঘাত হানে। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ঠেকাতে ব্যর্থ হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে টেলিগ্রামে জানানো হয়েছে, জনগণকে অনুরোধ করা হচ্ছে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে এবং নতুন নির্দেশনার প্রতি সতর্ক থাকতে। এদিকে ইয়েমেনের হুতি যোদ্ধারা এ হামলার দায় স্বীকার করেছে। সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহইয়া সারি আল জাজিরাকে বলেছেন, একাধিক ড্রোন ব্যবহার করে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এগুলো সফলভাবে লক্ষ্যে আঘাত...