আজ (বৃহস্পতিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের এই ম্যাচটিকে বলা হচ্ছে কার্যত অঘোষিত সেমিফাইনাল। কারণ যে দল জিতবে, তারাই রবিবারের ফাইনালে মুখোমুখি হবে ভারতের। রাত সাড়ে ৮টায় এই খেলা সম্প্রচার করবে টি স্পোর্টস, নাগরিক টিভি ও সনি স্পোর্টস-১। সুপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশ দু’দলই শ্রীলঙ্কাকে হারিয়েছে। কিন্তু ভারতের কাছে হেরে নকআউট লড়াইয়ে মুখোমুখি তারা। ইতোমধ্যেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ভারত। শুক্রবার তাদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। সেটি মূলত নিয়মরক্ষার লড়াই, কারণ শ্রীলঙ্কা ইতোমধ্যেই বিদায় নিয়েছে। যদি পাকিস্তান ফাইনালে পৌঁছায়, তবে সেটি হবে চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তানের তৃতীয় সাক্ষাৎ। এর আগে দুই ম্যাচেই জয় পেয়েছে ভারত। চমকপ্রদ তথ্য হলো, দুই দল অনেকবার ফাইনাল খেললেও ভারত-পাকিস্তান কখনও এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়নি।...