১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৮৫ সালে সরকারিকৃত এই কলেজে ২০১২ সাল থেকে স্নাতক (অনার্স) কোর্স চালু হয়। বর্তমানে বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা- এই আটটি বিষয়ে অনার্স চালু আছে। উচ্চ মাধ্যমিক ও স্নাতক মিলিয়ে মোট ২ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী থাকলেও, ৩৬ জন শিক্ষকের পদের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন শিক্ষক কর্মরত আছেন। এদিকে, শিক্ষার্থীরা মহিলা হোস্টেল নির্মাণ, শিক্ষক সংকট নিরসন এবং অনার্স পরীক্ষার কেন্দ্র নবীনগরে স্থাপনের দাবি জানিয়েছেন। বর্তমানে অনার্স পরীক্ষা দেওয়ার জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে যেতে হয়, যা তাদের জন্য নানা বিড়ম্বনার সৃষ্টি করে। শিক্ষক সংকটের কারণে গত চার বছর ধরে পরীক্ষার ফলাফলও খারাপ হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইংরেজি বিভাগের প্রভাষক ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, শিক্ষক সংকটের কারণে প্রতিটি বিভাগেই...