লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে রীতিমতো বাজিমাত করে দেখিয়েছেন জুলিয়ান আলভারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের ৩-২ ব্যবধানে জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন। মেট্রোপলিটানে পিছিয়ে পড়া ম্যাচে তিন গোল করে জয় আনেন তিনি। আলভারেজের প্রথম কোচ হুগো রাফায়েল ভারাস বলেছেন, ‘নিজের পজিশনে খেলতে না পেরে তার পারফরম্যান্সে ঘাটতি হচ্ছে। মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের খেলার ধরনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না তিনি। অ্যাটাকের চেয়ে রক্ষণে মনোযোগী অ্যাটলেটিকো।’ এমন সমালোচনায় ছেড়ে কথা বলেননি ক্লাবটির কোচ আলভারেজের স্বদেশী সিমিওনে। বার্তা দিয়েছেন দেখতে চান আলভারেজের সেরাটাও। সিমিওনে বলেছেন, ‘আলভারেজ আমাদের সেরা ফুটবলার, আমাদের তাকে প্রয়োজন। আশা করছি তিনি স্ট্রাইকার হিসেবে গুরুত্বপূর্ণ দিকগুলো খুঁজে পাবেন।...