এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই ছাপিয়ে উত্তেজনাটা এখন মাঠের কর্মকাণ্ড নিয়ে। টুর্নামেন্টের দুই ম্যাচের পরই আলোচনায় উঠে এসেছে মাঠের বিতর্কিত কর্মকাণ্ড। দুই দলের খেলোয়াড়দের আচরণ নিয়ে একে অপরের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) অভিযোগ করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ তাদের একটি প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছে। দুই দলের অভিযোগের ভিত্তিতে আইসিসি আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শুনানির আয়োজন করেছে। বিসিসিআই অভিযোগ করেছে, পাকিস্তানের পেসার হারিস রউফ ভারতের বিপক্ষে ম্যাচে উইকেট নেওয়ার পর ‘বিমান উড়তে উড়তে মাঝপথে ভেঙে পড়া’র ভঙ্গি দেখিয়ে উদযাপন করেন। অনেকে মনে করছেন, এটি দুই দেশের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রতি ইঙ্গিত। এই ঘটনাকে আরও বিতর্কিত করেছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। হারিসের উদযাপনকে সমর্থন করে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর একই ধরনের ভঙ্গিতে উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন সামাজিক...