নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেওয়ার সময় চলন্ত সিঁড়ি হঠাৎ থেমে যাওয়ার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই ঘটনাকে ট্রিপল সাবোটাজ’ বা ‘ত্রিমুখী অন্তর্ঘাত’ এর অংশ বলে অভিহিত করেছেন। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প জানান, তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি লিখে তিনটি পৃথক ঘটনার তদন্তের দাবি করেছেন। ঘটনাগুলোর মধ্যে চলন্ত সিঁড়ি বন্ধ হয়ে যাওয়া, টেলিপ্রম্পটার ও সাউন্ড সিস্টেমের ত্রুটি ছিল। খবর আল জাজিরার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার ঠিক আগে ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প চলন্ত সিঁড়িতে পা রাখার পরপরই সিঁড়িটি হঠাৎ থেমে গেলে তাদের হেঁটে উপরে উঠতে হয়। ট্রাম্প লেখেন, এটা সত্যিই আশ্চর্যের বিষয় যে মেলানিয়া এবং আমি সামনের দিকে ইস্পাতের...