বাগেরহাট: বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে সপ্তম দিনের মত বিক্ষোভ মিছিল ও জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে এসে নেতাকর্মীরা জড়ো হতে থাকে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে।নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি আন্দোলনকারীরা। এর পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচি চলমান রয়েছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি থাকবে না। বিকেলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এদিকে চারটি আসন বহাল রাখার দাবিতে উচ্চ আদালতে এখন পর্যন্ত বাগেরহাটবাসীর পক্ষ থেকে তিনটি রিট করা হয়েছে। আদালত রিটকারীদের পক্ষে ১০ দিনের রুল জারি করেছেন। সকাল থেকে এসব কর্মসূচিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর...