বলিউড সুপারস্টার আমির খানের নতুন প্রেমিকা হওয়ার সুবাদে গৌরী স্প্র্যাটকে চেনেন না এমন মানুষ খুব কম রয়েছেন। একজন বিখ্যাত তারকার কাছের মানুষ হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই ফটোগ্রাফারদের নজরে থাকেন তিনি। কিন্তু সম্প্রতি পাপারাজ্জিদের নিয়ে ভীষণ বিরক্ত হতে দেখা যায় গৌরীকে। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বান্দ্রায় নিজের বাড়ির সামনে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। ঠিক সেই সময় ফটোগ্রাফাররা পোজ দেওয়ার জন্য অনুরোধ করেন তাকে। ফটোগ্রাফাররা বারবার অনুরোধ করলেও সেই সময় ফটো তোলার মুডে ছিলেন না তিনি। বারবার বারণ করা সত্ত্বেও না শোনায় অবশেষে ক্ষিপ্ত হয়ে যান গৌরী। View this post on InstagramA post shared by Bollywood Pap (@bollywoodpap)ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য পিছু নিলে গৌরী রেগে গিয়ে বলেন, ‘দয়া করে আমাকে একা থাকতে দাও। আমি হাঁটতে যাচ্ছি। ছবি তোলার প্রয়োজন নেই।’ এই কথা বলেই গৌরী...