এশিয়া কাপ টি-টোয়েন্টি ২০২৫ এর সুপার ফোর পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলবে। ম্যাচটি অঘোষিত সেমিফাইনাল হয়ে দাঁড়িয়েছে। আজকের ম্যাচে বিজয়ী দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট, যেখানে অপেক্ষা করছে ভারত। ভারতের বিপক্ষে হারের পরের দিনই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। ভারতের বিপক্ষে গতকাল ম্যাচে হেরে গেলেও বাংলাদেশ দল এখনো আত্মবিশ্বাসী। তার কারণ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে টানা জয়। এছাড়া পাকিস্তানের বিপক্ষে সবশেষ চার ম্যাচে দুটিতে জিতেছে লিটন দাসের দল। এশিয়া কাপের আগে ঘরের মাঠে এই পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। ফলে সবশেষ তিন ম্যাচের হিসেব করলে বাংলাদেশই এগিয়ে। ভারতের বিপক্ষে শুরুতে ব্যাটাররা ছন্দে না থাকলেও বোলাররা লড়াইয়ে ফিরিয়ে আনেন বাংলাদেশকে। এছাড়া ব্যাট হাতে সাইফ হাসান টানা দুটি ফিফটি হাঁকিয়ে আলোচনায় আছেন এবং পাকিস্তানের...