থাইল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতা মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান ২০২৬-এর মুকুট জয়ের মাত্র একদিন পরই খেতাব হারালেন সুপান্নি নয়ননথং। অনলাইনে তার একাধিক বিতর্কিত ভিডিও ফাঁস হওয়ার পর আয়োজক কমিটি প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে অসঙ্গতি দেখিয়ে খেতাব বাতিল করে। নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০ সেপ্টেম্বর মুকুট জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সুপান্নির ই-সিগারেট খাওয়া, সেক্স টয় ব্যবহার এবং স্বচ্ছ লাঞ্জারি পরে নাচের ভিডিও ছড়িয়ে পড়ে। পরদিন (২১ সেপ্টেম্বর) আয়োজক কমিটি তার পদ বাতিলের ঘোষণা দেয়। এক বিবৃতিতে আয়োজকরা জানান, ‘মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান ২০২৬ খেতাবজয়ী সুপান্নি নয়ননথং প্রতিযোগিতার চেতনা ও নীতিমালার সঙ্গে অসঙ্গতি কার্যকলাপে জড়িত ছিলেন। তাই তার পদ বাতিল করা হয়েছে।’ ২৭ বছর বয়সি এই সুন্দরী ফেসবুকে এক পোস্টে ক্ষমা চেয়ে বলেন, অতীতে অর্থনৈতিক সংকটের কারণে তিনি নগ্ন ফটোশুট...