ভারতের বিপক্ষে ব্যাট হাতে নিয়মিতই পারফর্ম করেন লিটন কুমার দাস। গতকাল এশিয়া কাপে ভারতের বিপক্ষে নিঃসন্দেহে তাকে মিস করেছে বাংলাদেশ। ইনজুরিতে আক্রান্ত বাংলাদেশ অধিনায়ককে মন খারাপ করে ডাগ আউটে বসে থাকতে দেখা গেছে। লিটন থাকলে হয়তো বাংলাদেশকে ৪১ রানের পরাজয় বরণ করতে হতো না বলেই মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। পরিসংখ্যান বলছে, বড় মঞ্চে ভারতের বিপক্ষে লিটনের পারফরম্যান্স বেশ ভালো। দুবাইয়ে ২০১৮ এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। অ্যাডিলেডে ২০২২টি -টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন ২৭ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পুনেতে ৬৬ রানের ইনিংস খেলেছেন। তাই গতকাল ভারতকে ১৬৮ রানে আটকে দেওয়ার পর লিটনের নামটাই বেশিবার উচ্চারিত হয়েছে। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলীও সেটাই বললেন, ‘আজ (গতকাল) বাংলাদেশের চারজন ক্রিকেটার খেলেনি। অধিনায়ক লিটন দাসের...