ঢাকা: ভারতের লাদাখও কি এবার দেখল ‘জেন জি’ প্রজন্মের বিক্ষোভ? শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার হিমালয় অঞ্চলের এই অংশে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তরুণদের সক্রিয়তা।লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া, স্থানীয়দের জন্য চাকরিতে কোটা নিশ্চিত করা এবং লেহ-কার্গিল নিয়ে একটি পৃথক লোকসভা আসনের দাবিতে গত ১০ সেপ্টেম্বর থেকে অনশনে বসেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুকসহ ১৫ জন।তাদের শারীরিক অবস্থার অবনতি হলে আন্দোলনের নেতৃত্ব নেয় লাদাখ অ্যাপেক্স বডির (LAB) যুব শাখা। এরপর বুধবার এনডিএস মেমোরিয়াল গ্রাউন্ডে কয়েক হাজার বিক্ষোভকারী জমায়েত হয়। মিছিল করে লেহ শহর প্রদক্ষিণের সময় উত্তেজনা ছড়ায়; ইট-পাটকেল ছোড়া হয় বিজেপি সদরদপ্তর ও হিল কাউন্সিলের অফিসে।তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করলে জনতা সহিংস হয়ে ওঠে। এরপর দফায় দফায় সংঘর্ষে অন্তত চারজন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছেন,...