জাতিসংঘ সদর দপ্তরে সফরের সময় ‘ত্রিমুখী ষড়যন্ত্রের’ শিকার হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এস্কেলেটর, টেলিপ্রম্পটার ও সাউন্ড সিস্টেম নিয়ে ঘটনার তদন্ত চেয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে চিঠি দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বুধবার ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তার ভাষণের আগে তিনটি বিপজ্জনক ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে এস্কেলেটর বন্ধ হয়ে যাওয়া, টেলিপ্রম্পটারে সমস্যা এবং সাউন্ড সিস্টেম বিকল হয়ে যাওয়া। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প একটি এস্কেলেটরে উঠার পরপরই সেটি হঠাৎ থেমে যায়। এতে তারা বাধ্য হন হেঁটে উপরে উঠতে। ভাষণে তিনি যদিও হাস্যরস করে ঘটনাটি উড়িয়ে দিয়েছিলেন, একদিন পর বুধবার ট্রাম্প এটিকে অত্যন্ত...