জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিরোধী কড়া কড়া কথার পাল্টায় পরদিন চীনের নেতৃত্বে কয়েকটি দেশ জলবায়ু পরিবর্তন রোধে তাদের নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে লাইভ ভিডিও বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ২০৩৫ সালের মধ্যে তার দেশের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের মাত্রা সর্বোচ্চ অবস্থার চেয়ে ৭-১০% কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। চীন আগামী ১০ বছরের মধ্যে তাদের বায়ু ও সৌর বিদ্যুৎ সক্ষমতা ২০২০ সালের মাত্রার ছয়গুণ বাড়ানোর পরিকল্পনা করছে, যা অভ্যন্তরীণ জ্বালানি ব্যবহারে অজৈব জ্বালানির ভাগ ৩০ শতাংশ ছাড়াতে সাহায্য করবে, বলেছেন শি। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এই লক্ষ্যমাত্রার মাধ্যমে চীন প্রথমবারের মতো গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ বৃদ্ধি সীমিত করে আনার বদলে কমানোর অঙ্গীকার করল, যদিও বিশ্বের সবচেয়ে বড় নিঃসরণকারী দেশের কাছে অনেকের প্রত্যাশা ছিল...