এশিয়া কাপের ম্যাচগুলোতে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার সবাই রাখেন আলাদা নজর। ভালো পারফরম্যান্সে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ মেলে ক্রিকেটারদের। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম দলকে ভালো শুরু এনে দিয়েছেন। সাইফ এবং তানজিদ হাসান তামিমকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।এই দুই ক্রিকেটারকে পিএসএলের যে দলই নেবে তারা লাভবান হবে বলে মন্তব্য করেছেন তিনি। বাসিত বলেন, আইপিএল আর পিএসএল পরের বছরও একই সময়ে হবে। যদি তানজিদ এবং সাইফ আইপিএলে না যায়, যদিও যাওয়ার সম্ভাবনা কম। কারণ, আইপিএলের দলগুলো বাংলাদেশের খেলোয়াড়দের নিচ্ছে না। তাই পিএসএলে যে-ই তাদের নেবে, তারা খুব লাভজনক খেলোয়াড় হবে।এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচে নিজ দেশ পাকিস্তানকেই এগিয়ে রাখছেন বাসিত।...